আমার পকেট এ অতীত ও বর্তমান এর শান্তি পূর্ণ সহাবস্থান।
দুজনে, নিজের নিজের কোটরে নিশ্চিন্তে বসে থাকে,
কাটায় দিন, রাত্রি, সপ্তাহ, মাস।
মাঝের পর্দা, ছবি, টাকার কাগজ এর আড়াল সরিয়ে,
পাশাপাশি চলে আসতেও দেখেছি কখনো কখনো।
গোলমাল বাধে না তবু।
অবস্থান নিয়ে বিরোধ নেই কোনো।
অতীত, অতীত থাকে, বর্তমান বর্তমান।
মাস কাটে, বছর ঘোরে, শীত বদলে হয় বর্ষা
হঠাত বেরিয়ে আসে একদিন হাজার ভিজে কাগজের সাথে ওরা।
খাবার এর রসিদ, কুরিয়ার এর কাগজ, ধোপার বিল
আরও হাজার খুঁটি-নাটির সাথে সোজা চলে আসে টেবিল এ।
তখন অবাক হয়ে দেখি,
রং-ঢং, হাব -ভাব, আচার-ব্যবহার, দুজনার ই হুবহু এক।
ভাবি, এমনটা ই কি ছিল?
নাকি এ শত সপ্তাহের শান্তি পূর্ণ সহাবস্থান এর খেসারত ?
গোলমাল বাধে না তবু।
অবস্থান নিয়ে বিরোধ নেই কোনো।
অতীত, অতীত থাকে, বর্তমান বর্তমান।
মাস কাটে, বছর ঘোরে, শীত বদলে হয় বর্ষা
হঠাত বেরিয়ে আসে একদিন হাজার ভিজে কাগজের সাথে ওরা।
খাবার এর রসিদ, কুরিয়ার এর কাগজ, ধোপার বিল
আরও হাজার খুঁটি-নাটির সাথে সোজা চলে আসে টেবিল এ।
তখন অবাক হয়ে দেখি,
রং-ঢং, হাব -ভাব, আচার-ব্যবহার, দুজনার ই হুবহু এক।
ভাবি, এমনটা ই কি ছিল?
নাকি এ শত সপ্তাহের শান্তি পূর্ণ সহাবস্থান এর খেসারত ?