সব কিছু ফেল, হয়ে যাবে জেল
তবু করে যাই চেষ্টা
চিতকার ক'রি প্রাণপনে হাঁকি
তোলপাড় করি দেশটা
এত চেষ্টার ভার কে যে বয়?
সেই পুরাতন কেষ্টা ?
রাতদিন ধোঁকে, বসন্তে মরে
তবু ব'য়ে চলে চেষ্টা!
ম'রবে তো ম'র', যা ক'রবে ক'র'
ছাড়ব' না আমি চেষ্টা
কেষ্টার বাণী আমি খুবই মানি
দেখেই ছাড়ব' শেষটা!
শেষ দ্যাখে কে যে?
শেষ কবে হবে ?
কে যে রবে ভবে, শেষটা!
ব'য়ে চল ভার, নাই তো কাহার
বেঁচে থাক তুই কেষ্টা।
তবু করে যাই চেষ্টা
চিতকার ক'রি প্রাণপনে হাঁকি
তোলপাড় করি দেশটা
এত চেষ্টার ভার কে যে বয়?
সেই পুরাতন কেষ্টা ?
রাতদিন ধোঁকে, বসন্তে মরে
তবু ব'য়ে চলে চেষ্টা!
ম'রবে তো ম'র', যা ক'রবে ক'র'
ছাড়ব' না আমি চেষ্টা
কেষ্টার বাণী আমি খুবই মানি
দেখেই ছাড়ব' শেষটা!
শেষ দ্যাখে কে যে?
শেষ কবে হবে ?
কে যে রবে ভবে, শেষটা!
ব'য়ে চল ভার, নাই তো কাহার
বেঁচে থাক তুই কেষ্টা।
No comments:
Post a Comment