কষ্ট দিলাম? যাই তাহ'লে?
অসময়ে, অযাচিত, এমনি এসে
দুঃখ দিলাম ?
যাই তাহ'লে?
দুপুর বেলা কড়া নাড়ে
দুঃসহ সুখ। অবোধ কারণ!
অসহ্য প্রেম। নানান বারণ।
শোনা সবই উচিত ছিল।
কড়া এবং কড়া শাসন।
কষ্ট দিলাম না শোনাতে?
যাই তাহ'লে?
দুঃখ পেলে, না চাওয়াতে ?
চেয়ে এবং না চেয়ে কি ক্লান্ত হ'লে?
নিজের সাথে যুদ্ধ করে, অকারণে
পাগল হলে? শান্তি গেল'? আকুল হ'লে ?
কষ্ট পেলে ? যাই তাহলে?
অসময়ে, অযাচিত, এমনি এসে
দুঃখ দিলাম ?
যাই তাহ'লে?
দুপুর বেলা কড়া নাড়ে
দুঃসহ সুখ। অবোধ কারণ!
অসহ্য প্রেম। নানান বারণ।
শোনা সবই উচিত ছিল।
কড়া এবং কড়া শাসন।
কষ্ট দিলাম না শোনাতে?
যাই তাহ'লে?
দুঃখ পেলে, না চাওয়াতে ?
চেয়ে এবং না চেয়ে কি ক্লান্ত হ'লে?
নিজের সাথে যুদ্ধ করে, অকারণে
পাগল হলে? শান্তি গেল'? আকুল হ'লে ?
কষ্ট পেলে ? যাই তাহলে?
No comments:
Post a Comment