আমার মাথায় কিছু বানানো খুশি আছে
সচ -নুমা। সত্যির মতো। সত্যির থেকেও সত্যি।
বছর বছর দৈর্ঘে বেড়েছে এই খুশির লিস্ট ,
যোগ হয়েছে নতুন সব খুশি
সব আমার মাথায় ......
বাড়ি ফেরার খুশি, আব্বুর সঙ্গ পাবার খুশি
মা এর সাথে লম্বা গল্পের পা ছড়ানো সময়ের খুশি
শান্তির বাড়িতে স্বস্তির খুশি।
তোমার হাত ধরে সারা রাত তারা দেখার খুশি
নিঝুম রাতে খুব কাছাকাছি শুয়ে.. পিঠে নরম ঘাস।
আরো অনেক বানানো খুশি আছে আমার
তারা ভরা রাতে খাটিয়ায় শুয়ে দড়ির বুনুনির মত করে বোনা
দীর্ঘ দিন ধরে, যত্ন ক'রে, যেমন করে ফুল তোলে কুরুশের কাঁটায়
তেমনি বুনেছি আমি এই সব খুশির স্বপ্ন , এমনই মন দিয়ে
অসাবধান মুহুর্তে ভেবে ফেলি, সত্যি।
এতবার শুনেছি আমি সবার মুখে
মনে হয়েছে এই সমস্ত খুশি আমার ও আছে।
একটা শীতল কোল আছে। কিছু স্নিগ্ধ দুপুর আছে।
আর আছে গাছে ঘেরা একটা মস্ত তাল পুকুর
যেখানে ডুবে যেতে মানা নেই।
শিউলি ফুল ভরা উঠোন আছে বুক হু হু করা সন্ধ্যের জন্যে।
"তুই এগো রে! আমি আছি সাথে ",
এরকমটা যেন আমিও শুনেছি মনে হয়।
মনে হয় এমন সব সত্যি হয়েছিল'
সত্যি দেখেছি তারা তোমার সাথে রাতভর
শান্তি পেয়েছি রাতের শিশিরে আর শিরশিরে হাওয়ায়।
চাইলেই আবার ফিরে যেতে পারি। যখন খুশি!
ভেবে ফেলি, সত্যি একটা ফিরে যাবার বাড়ি আছে আমার পরবাসীদের মত
সেখানে সত্যি আছে, স্বস্তি আছে। আর আছে নিঃশর্ত ভালবাসার আশ্বাস।
সচ -নুমা স্বপ্নময় খুশির এই এক ভীষন মুশকিল!
মাঝে মাঝেই সত্যি মনে হয়!
সচ -নুমা। সত্যির মতো। সত্যির থেকেও সত্যি।
বছর বছর দৈর্ঘে বেড়েছে এই খুশির লিস্ট ,
যোগ হয়েছে নতুন সব খুশি
সব আমার মাথায় ......
বাড়ি ফেরার খুশি, আব্বুর সঙ্গ পাবার খুশি
মা এর সাথে লম্বা গল্পের পা ছড়ানো সময়ের খুশি
শান্তির বাড়িতে স্বস্তির খুশি।
তোমার হাত ধরে সারা রাত তারা দেখার খুশি
নিঝুম রাতে খুব কাছাকাছি শুয়ে.. পিঠে নরম ঘাস।
আরো অনেক বানানো খুশি আছে আমার
তারা ভরা রাতে খাটিয়ায় শুয়ে দড়ির বুনুনির মত করে বোনা
দীর্ঘ দিন ধরে, যত্ন ক'রে, যেমন করে ফুল তোলে কুরুশের কাঁটায়
তেমনি বুনেছি আমি এই সব খুশির স্বপ্ন , এমনই মন দিয়ে
অসাবধান মুহুর্তে ভেবে ফেলি, সত্যি।
এতবার শুনেছি আমি সবার মুখে
মনে হয়েছে এই সমস্ত খুশি আমার ও আছে।
একটা শীতল কোল আছে। কিছু স্নিগ্ধ দুপুর আছে।
আর আছে গাছে ঘেরা একটা মস্ত তাল পুকুর
যেখানে ডুবে যেতে মানা নেই।
শিউলি ফুল ভরা উঠোন আছে বুক হু হু করা সন্ধ্যের জন্যে।
"তুই এগো রে! আমি আছি সাথে ",
এরকমটা যেন আমিও শুনেছি মনে হয়।
মনে হয় এমন সব সত্যি হয়েছিল'
সত্যি দেখেছি তারা তোমার সাথে রাতভর
শান্তি পেয়েছি রাতের শিশিরে আর শিরশিরে হাওয়ায়।
চাইলেই আবার ফিরে যেতে পারি। যখন খুশি!
ভেবে ফেলি, সত্যি একটা ফিরে যাবার বাড়ি আছে আমার পরবাসীদের মত
সেখানে সত্যি আছে, স্বস্তি আছে। আর আছে নিঃশর্ত ভালবাসার আশ্বাস।
সচ -নুমা স্বপ্নময় খুশির এই এক ভীষন মুশকিল!
মাঝে মাঝেই সত্যি মনে হয়!
No comments:
Post a Comment