তোমার আমার হিসেব যদি বল'
দুটো চলে অন্য দুটো খাতে
আমার বলা কথার জমে ভার
তোমার কথার দোষ হয় না মোটে।
দুটো চলে অন্য দুটো খাতে
আমার বলা কথার জমে ভার
তোমার কথার দোষ হয় না মোটে।
আছে একজন মস্ত' পালোয়ান
মুখের কথায় জগত করে সারা
চোখ বলে যায় অন্য কথা কোনো
সে ধ'রে নাও মন কে চোখ ঠারা!
মুখের কথায় জগত করে সারা
চোখ বলে যায় অন্য কথা কোনো
সে ধ'রে নাও মন কে চোখ ঠারা!
সকাল বেলা মুগুর ভাঁজে যারা
তাদের আমার ভীষণ রকম ভয়
সেই মুগুরের মিষ্টি বাড়ি খেয়ে
ইহলীলা সাঙ্গ যদি হয়?
তাদের আমার ভীষণ রকম ভয়
সেই মুগুরের মিষ্টি বাড়ি খেয়ে
ইহলীলা সাঙ্গ যদি হয়?
মন দিয়ে ফ্যামিলি করে কেও
বাড়ে তার ফ্যামিলি মেম্বার
আমরাও সব তাঁরেই মানি মাথা
ঝামেলায় কি যাবার দরকার?
বাড়ে তার ফ্যামিলি মেম্বার
আমরাও সব তাঁরেই মানি মাথা
ঝামেলায় কি যাবার দরকার?
উদোর্ পিন্ডি বুধোর মাথায় দিয়ে
নিশ্চিন্তে কামু র নভেল পড়'
তোমার মাথায় তা'র তো নেই ভার
তোমার মাথা অনেক বেশি বড়'।
নিশ্চিন্তে কামু র নভেল পড়'
তোমার মাথায় তা'র তো নেই ভার
তোমার মাথা অনেক বেশি বড়'।
কেও আবার খবর দ্যান খুব
কিন্তু পড়তে চান না তারা মোটে
পড়াতে গেলে ঘ্যাঁচ ঘ্যাঁচা ঘ্যাঁচ ঘ্যাঁচ
সুতোর সঙ্গে তোমারেও দ্যান কেটে!
কিন্তু পড়তে চান না তারা মোটে
পড়াতে গেলে ঘ্যাঁচ ঘ্যাঁচা ঘ্যাঁচ ঘ্যাঁচ
সুতোর সঙ্গে তোমারেও দ্যান কেটে!
অনেকে আবার মিষ্টি কবি মানুষ
মানুষ নাকি রঙ্গীন কথার ফানুস!
ইমোশন তো কিছুই বোঝো না!
এত শিক্ষা যাবে কি তবে মাঠে?
জানো না যারা ধানবাদ এ তে থাকে
চটে গেলেই মগরা চটি হাঁটে ?
মানুষ নাকি রঙ্গীন কথার ফানুস!
ইমোশন তো কিছুই বোঝো না!
এত শিক্ষা যাবে কি তবে মাঠে?
জানো না যারা ধানবাদ এ তে থাকে
চটে গেলেই মগরা চটি হাঁটে ?
আরো আছে দুষ্টু মত' লোক
মুকুল কে সে বড্ড ভালবাসে
চেষ্টা ক'রে বাগায় খেতাব কত
উঠলে পরে সকালে ঘুম থেকে!
মুকুল কে সে বড্ড ভালবাসে
চেষ্টা ক'রে বাগায় খেতাব কত
উঠলে পরে সকালে ঘুম থেকে!
ছাতা হাতে তোমায় দেখে ফেলে
ভাবে যারা বৃষ্টি আসবে বুঝি
অবাক চোখে আকাশ পানে চায়
খোঁজে মেঘ আছে কি ইতি উতি?
ভাবে যারা বৃষ্টি আসবে বুঝি
অবাক চোখে আকাশ পানে চায়
খোঁজে মেঘ আছে কি ইতি উতি?
বোঝে না তো সময় ভালো নয়
আষাড়ে মেঘ ঘনায় নিরালায়
একলা বসে খেপে গ্যাছেন বাবু
আজ তোমাদের "রক্ষে ন্যাহি হ্যায়!"
আষাড়ে মেঘ ঘনায় নিরালায়
একলা বসে খেপে গ্যাছেন বাবু
আজ তোমাদের "রক্ষে ন্যাহি হ্যায়!"
No comments:
Post a Comment