শুধু আজ সন্ধেটা হাত ধরতে দিও 
অন্য মনে থেক', অন্য দিকে তাকিয়ে থেক'
ভান কোরো, যেন বোঝো নি, 
আঙুলে আঙুল ছুঁতে দিও, যেন হঠাত! 
যেন ইচ্ছা নয় তবু! কিন্তু ধরতে দিও হাত।  
শুধু আজ সন্ধেটা রুপকথার জাল বুনতে দিও 
আমি এখন নিশ্চিত জানি রুপকথা সত্যি হয় না।  
তুমি জানো, "হয় না, হবে না, হতে পারে না!"
আমি জানি তোমার জানা দিয়ে।  দৈব বাণীর মত অমোঘ সে জানা।  
এমন বকুল ঝরা বসন্তের ঘোর লাগা সন্ধ্যেতেও তাই ভুল হয় না।   
তবু শুনতে দিও  রুপকথা, 
সত্যি করতে দিও ইছামতি নদী মনের গভীরে।  
ইচ্ছের মতই ইছামতি নদী চোরা স্রোতে বয়
আঁকা বাঁকা, চুলের কাঁটার মতো, 
লুকিয়ে পড়ে রঙ্গন গাছের ঝোপের পেছনে,
শুধু তোমার চোখের আড়াল টুকু চেয়ে ......
তবু বয়।  
যে স্বপ্ন দেখেছি আমি তোমার চোখে তার নাম  নেই কোনো,
সেই স্বপ্ন বোনার ভার তোমার কাঁধ আজ আর নিতে পারবে না  
তোমার নোয়ানো কাঁধ আহত করে আমার পাঁজর, 
পাঁজরের পিঞ্জরে বদ্ধ প্রাণ ব্যথা পায়.....
আমি তখন হাত রাখি আমার হাতে। 
অগুণতি রাতে।
শুধু আজ সন্ধেটা তোমার হাত ধরতে দাও ....
 
 
 
 
No comments:
Post a Comment