এই ছেলেটা আছিস কোথায়
সাগর পারে? নদীর ধারে?
পাহাড় চুড়োয়? না কি চুলোয়!
যা ছিরি তোর্! উড়নচন্ডী!!
বাসের সাথে ঝগড়া করলি?
হাঁটলি বুঝি কয়েক মাইল?
বৃষ্টি নেমে ভেজাল' তোকে?
আর কি করবি! যা তবে সুন্ডি!
তুই হলি গে কাজের মানুষ?
আপিস ঘরে বন্ধ হলি?
ভিজবি কবে? দিন গেলো যে!
টানলি নিজেই নিষেধ গন্ডি!
কাজের পাহাড় ঢাকলো তোকে?
কাগজ বনে দিনেই আঁধার?
পাহাড়ি বৃষ্টি খুঁজছে তোকে
বুধোর ঘাড়ে উদোর্ পিন্ডি!