তোমাকে দেখলেই আমার ভিক্ষু অবতার
চাহিদা র শেষ নেই তখন
চিরুনি, লাল ফিতে আর ঘুঙুর দেওয়া আয়নার সাথে,
চেয়ে বসি উড়ে বেড়াবার আকাশ,
শ্বাস নিতে পারার বাতাস আর তৃষ্ণার জল ও।
চাহিদা র শেষ নেই তখন
চিরুনি, লাল ফিতে আর ঘুঙুর দেওয়া আয়নার সাথে,
চেয়ে বসি উড়ে বেড়াবার আকাশ,
শ্বাস নিতে পারার বাতাস আর তৃষ্ণার জল ও।
ভিক্ষা পাত্র বেরিয়ে আসে ঝুলি থেকে, তোমাকে দেখলেই।
গুটি গুটি বেরিয়ে আসে পূর্নিমার রাত,
উঁকি দেয় সমুদ্রের গান
আর একটা ঝিলে ঘেরা শহরে হয়ে আসে ভোর,
লাল সূর্য ছোঁয় ঘন নীল জল .....
এদের সবারই দাবী সেই ই ছিল প্রথম চাহিদা
তারই দাবী রয়ে যাবে অনন্ত কাল,
সময় এর সীমানা পার ক'রে।
গুটি গুটি বেরিয়ে আসে পূর্নিমার রাত,
উঁকি দেয় সমুদ্রের গান
আর একটা ঝিলে ঘেরা শহরে হয়ে আসে ভোর,
লাল সূর্য ছোঁয় ঘন নীল জল .....
এদের সবারই দাবী সেই ই ছিল প্রথম চাহিদা
তারই দাবী রয়ে যাবে অনন্ত কাল,
সময় এর সীমানা পার ক'রে।
তোমাকে দেখলেই আমি বৌদ্ধ ভিক্ষু
বাড়ি আর ভালো লাগে না তখন।
আমি তখন সঙ্গমিত্তা, অশোক পুত্রী
রাজ কন্যা, ভিখারিনী, পর্যটক
চলে যাই পাটালিপুত্র থেকে মাথাগাল
এক সমুদ্র জল তুচ্ছ করে,
কিন্ত রয়ে যাই সেই ভিক্ষুণী।
বাড়ি আর ভালো লাগে না তখন।
আমি তখন সঙ্গমিত্তা, অশোক পুত্রী
রাজ কন্যা, ভিখারিনী, পর্যটক
চলে যাই পাটালিপুত্র থেকে মাথাগাল
এক সমুদ্র জল তুচ্ছ করে,
কিন্ত রয়ে যাই সেই ভিক্ষুণী।
তোমাকে কাছে পেলেই আমার ইচ্ছে হয়ে ওঠে তীব্র
আমাকে দিয়ে দু হাত পাতায় তা'রা -
আমি তোমাকে বলি, "সেই দুটো তারাকে এনে দেবে?
ঘসে মেজে চক চকে করে তুলতে পারি আমি তাদের,
সত্যি বলছি! পারি আমি।
দিনের আকাশে তুমি ও তখন দেখতে পাবে তিনটে তারা!"
একটা সেই মাঝারি মাপের, চিরকালীন .......
অন্য দুটোর শেষ নেই , শুরু ও না।
আমাকে দিয়ে দু হাত পাতায় তা'রা -
আমি তোমাকে বলি, "সেই দুটো তারাকে এনে দেবে?
ঘসে মেজে চক চকে করে তুলতে পারি আমি তাদের,
সত্যি বলছি! পারি আমি।
দিনের আকাশে তুমি ও তখন দেখতে পাবে তিনটে তারা!"
একটা সেই মাঝারি মাপের, চিরকালীন .......
অন্য দুটোর শেষ নেই , শুরু ও না।
No comments:
Post a Comment