এই বার ভেবেছি কাজ করব'
হাতুড়ি ঠুকবো নেহাই এ
আগুন এ ফু দেব',
জ্বালাবো আগুন, দ্বিগুন
আর চিমটে বানাবো হামিদ এর
কাঁটা বাজাব' সারাটা পথ।
হাতুড়ি ঠুকবো নেহাই এ
আগুন এ ফু দেব',
জ্বালাবো আগুন, দ্বিগুন
আর চিমটে বানাবো হামিদ এর
কাঁটা বাজাব' সারাটা পথ।
এই বার ভেবেছি কাজ করব'
চাকা ঘোরাবো, থামবো না কিছুতেই
বানাবো খুসরোর কলসি
জল আনব' কিন্তু
তৃষ্ণার খবর টুকুও আর রাখব না।
চাকা ঘোরাবো, থামবো না কিছুতেই
বানাবো খুসরোর কলসি
জল আনব' কিন্তু
তৃষ্ণার খবর টুকুও আর রাখব না।
এক বার বুনবো বাসন্তী চোলা
কালো কম্বল, বানাবো জুতো।
কখনো তো বুনিনি কোনো চাদর,
বানাই নি চিমটে,
ধান বুনি নি কখন', কাটি ও নি।
জীবন কেটে গেল',
আমি কাজ করিনি কখনো, এখন ও
কোনো দিন।
কালো কম্বল, বানাবো জুতো।
কখনো তো বুনিনি কোনো চাদর,
বানাই নি চিমটে,
ধান বুনি নি কখন', কাটি ও নি।
জীবন কেটে গেল',
আমি কাজ করিনি কখনো, এখন ও
কোনো দিন।
এক বার করতে চাই কাজের মত কাজ।
বাহ বাহ.
ReplyDelete'প্রৌঢত্বের শৈশবে' এসে এই দৃপ্ত ঘোষনা, যেন নবযৌবনের অঙ্গীকার|
এই একক স্ফুটন যেন চরাচরের জনমানসের সামগ্রিক স্বর হয়ে ওঠে, এই টুকুই আশা |