Image courtesy: Google images |
বছর ঘুরলে কত কি বদলায়
গাছের ডানা গজায়
পাখির শিকড়!
গাছের ডানা গজায়
পাখির শিকড়!
অথচ গাছের সময় নেওয়ার কথা ছিল,
অন্তত একশ' বছর,
পাখির আবার সময় কি!
মেরে কেটে বছর দুই
পরিযায়ী পাখিরা কতোই বা বাঁচে!
অন্তত একশ' বছর,
পাখির আবার সময় কি!
মেরে কেটে বছর দুই
পরিযায়ী পাখিরা কতোই বা বাঁচে!
বছর ঘুরলে সব হিসেব উল্টো হয়ে যায়।
গাছের মাটিতে ছড়িয়ে যাবার কথা ছিল
কিন্তু, শিকড় চলে গেলো পাখির ভিতর!
গাছ মনে রাখতে পারলো না, সে গাছ!
আর পাখির বুকে একশ' বছরের স্বপ্ন ছড়িয়ে দিলো শিকড়!
নিজের আয়ু ভুলে গেলো সে।
মাটি এদিকে গাছকে মুক্ত করে দিলো,
জড়িয়ে ধরলো পাখিকে।
বললো, "থেকে যাও এখানে!
আমার একা লাগছে!"
গাছের মাটিতে ছড়িয়ে যাবার কথা ছিল
কিন্তু, শিকড় চলে গেলো পাখির ভিতর!
গাছ মনে রাখতে পারলো না, সে গাছ!
আর পাখির বুকে একশ' বছরের স্বপ্ন ছড়িয়ে দিলো শিকড়!
নিজের আয়ু ভুলে গেলো সে।
মাটি এদিকে গাছকে মুক্ত করে দিলো,
জড়িয়ে ধরলো পাখিকে।
বললো, "থেকে যাও এখানে!
আমার একা লাগছে!"
গাছের আর থাকা হলো না।
পাখির আর ওড়া হলো না!
পাখির আর ওড়া হলো না!
No comments:
Post a Comment