কাল বিকেলে বল্লাম হুমায়ুন বাদশা কে
"বুঝলে হে নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন
হেরে গেছি আমি!"
বল্লাম, "তুমি তো জানো হার -
দীর্ঘ পনের বছর অন্যের জগতে জীবন কাটানো
সে যতই সুন্দর হোক সিন্ধ এর নদী ;
যতই মনোরম হোক চাঁদনী রাতের পারস্য
জাগায় তো সে কষ্ট আজও রাত?
আজও গভীর রাত্রে দীর্ঘশ্বাস দুলিয়ে যায় পাতা?
স্মৃতি কি তাড়া করে দুঃস্বপ্নের মতো?
শের মহল থেকে দৌড়ে নামতে চেয়েছিলে
তারই হাত থেকে বাঁচতে?"
বল্লাম, "মনে পড়ে কনৌজ?
ঘরে ফেরার সেই অসীম চেষ্টা যখন ঘরও তোমার সাথে নিরুদ্দেশ !
সেই দেয়ালের ওপারে আটকে যাওয়া দীর্ঘ দেড় দশক
সেই লম্বা প্রাচীর যা তোমার ঘরে ফেরা পিছিয়ে দিয়েছিল পনেরটা বছর
বোঝো তো তুমি?, নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন?
তাই তোমাকেই বলি হে বাদশা।......
ঠিক সেই রকম হেরে গেছি আমি!"
"বুঝলে হে নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন
হেরে গেছি আমি!"
বল্লাম, "তুমি তো জানো হার -
দীর্ঘ পনের বছর অন্যের জগতে জীবন কাটানো
সে যতই সুন্দর হোক সিন্ধ এর নদী ;
যতই মনোরম হোক চাঁদনী রাতের পারস্য
জাগায় তো সে কষ্ট আজও রাত?
আজও গভীর রাত্রে দীর্ঘশ্বাস দুলিয়ে যায় পাতা?
স্মৃতি কি তাড়া করে দুঃস্বপ্নের মতো?
শের মহল থেকে দৌড়ে নামতে চেয়েছিলে
তারই হাত থেকে বাঁচতে?"
বল্লাম, "মনে পড়ে কনৌজ?
ঘরে ফেরার সেই অসীম চেষ্টা যখন ঘরও তোমার সাথে নিরুদ্দেশ !
সেই দেয়ালের ওপারে আটকে যাওয়া দীর্ঘ দেড় দশক
সেই লম্বা প্রাচীর যা তোমার ঘরে ফেরা পিছিয়ে দিয়েছিল পনেরটা বছর
বোঝো তো তুমি?, নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন?
তাই তোমাকেই বলি হে বাদশা।......
ঠিক সেই রকম হেরে গেছি আমি!"
No comments:
Post a Comment