Thursday, July 30, 2015

ভেঙ্গে যাওয়া মানুষ

ভেঙ্গে যাওয়া মানুষ গুলো ভোগায় খুব 
খুঁড়িয়ে হাঁটে এমন, যে চোখে লাগে।  
বলি, "চল' না, দেখি খুঁজে পাই কি না কোনো ডাক্তার !
হাঁটতে হবে অনেকটা, জানি আমি খুব কাছাকাছি তো কিছুই নেই ,
কিন্তু হয়ত কাজ হবে!" 
খুঁড়িয়ে চলা মানুষগুলো ভোগায় খুব 
ওরা  হেঁটে চলার আর কোনো কারণ খুঁজে পায় না।  

ভেঙ্গে যাওয়া মানুষ গুলোর জীবনে এক দল লোক থাকে 
যাদের বুঝিয়ে ব'লতে ইচ্ছে করে,
"একদম ভেঙ্গে গেছে মানুষটা, 
কাজ শেষ আপনার, সত্যি ব'লছি
আর দরকার নেই আঘাত পাবার, আঘাত দেবার
ঘুমোন এবার, রাত হলো।  ওকেও ঘুমোতে দিন।"
ভেঙ্গে যাওয়া মানুষগুলো জ্বালায় খুব,
ওরা জেগে থাকে সারা রাত।  

ভেঙ্গে যাওয়া মানুষগুলো ভেঙ্গে চলে দিন রাত। 
ভয় করে ওদের, অক্ষত একটা পৃথিবী দেখতে 
হাতের লাঠিটা দিয়ে খুঁচিয়ে দেখে, সত্যিই কি আস্ত'?
একটা সম্পুর্ণ হৃদয়? একটা অক্ষত মাথা? 
একটা আস্ত' মানুষ? 
তারপর মুখ ঘুরিয়ে নেয়।  
অবাক হাতের সেই খোঁচাখুঁচিতে,
 ভেঙ্গে যায় আরও কিছু মানুষ।  
ভেঙ্গে যাওয়া মানুষ গুলো কষ্ট দেয় খুব,
একটা আদ্যন্ত গোটা জীবন ভাবতে ভুলে গেছে ওরা।  

ভাঙ্গা মানুষ জোড়ার একটা কল খুঁজছি আমি, 
নিদেন পক্ষে একটা আঠার টিউব।
এই মানুষদের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগত, 
তাই তাড়াতাড়ি না খুঁজে পেলে  
এই আধা, পৌনে, সিকি ভগ্নাংশ মানুষদের 
দম বন্ধ করা ভিড় ঠেলে, 
নিজের টুকরোগুলো খুঁজে পাওয়া দায় হয়ে যাবে

Wednesday, July 1, 2015

The long and short of ten years

Ten years is a really long time ...
It is really a long time to understand
That he does not really love you
Not anymore.
Probably, he never did. 

Ten years is enough time to know
that you have a lone bed,
Although two people occupy it
And your days are empty
Although you are often asked about him.
Its a really a long time to finally know
you don't have a hand to support you,
When you are in pain.

Ten years is a long time to know that
He would not be there when you really need him.
To celebrate a joy,
To share a pain,
To just sit there and say nothing.
It is long to not to be able to notice that 
He comes back when he wants
He talks when he wants
He responds when he wants.
It is too long to not to notice the lack of consistency.
Too long to expect he would understand, surely, one day,
That it is you, only you who he loves.

But then...
Ten years is a really short time to stop loving.
To not to trust love.
To not to believe in human ability to cure.
To forget those eyes.
To convince yourself to not to hear, read or know him. 
Or not to wait for him. Ever.
It is really too short.

Ten years are only ten times around the sun.
The earth has done it a million times.

Who is Fumbling on Forgiveness After All?

It has been a long time since I have been musing on this topic. I wanted to write on it quite a few times but I, even I, fear being misunder...