ভেঙ্গে যাওয়া মানুষ গুলো ভোগায় খুব
খুঁড়িয়ে হাঁটে এমন, যে চোখে লাগে।
বলি, "চল' না, দেখি খুঁজে পাই কি না কোনো ডাক্তার !
হাঁটতে হবে অনেকটা, জানি আমি খুব কাছাকাছি তো কিছুই নেই ,
কিন্তু হয়ত কাজ হবে!"
খুঁড়িয়ে চলা মানুষগুলো ভোগায় খুব
ওরা হেঁটে চলার আর কোনো কারণ খুঁজে পায় না।
ভেঙ্গে যাওয়া মানুষ গুলোর জীবনে এক দল লোক থাকে
যাদের বুঝিয়ে ব'লতে ইচ্ছে করে,
"একদম ভেঙ্গে গেছে মানুষটা,
কাজ শেষ আপনার, সত্যি ব'লছি।
আর দরকার নেই আঘাত পাবার, আঘাত দেবার
ঘুমোন এবার, রাত হলো। ওকেও ঘুমোতে দিন।"
ভেঙ্গে যাওয়া মানুষগুলো জ্বালায় খুব,
ভেঙ্গে যাওয়া মানুষগুলো জ্বালায় খুব,
ওরা জেগে থাকে সারা রাত।
ভেঙ্গে যাওয়া মানুষগুলো ভেঙ্গে চলে দিন রাত।
ভয় করে ওদের, অক্ষত একটা পৃথিবী দেখতে
হাতের লাঠিটা দিয়ে খুঁচিয়ে দেখে, সত্যিই কি আস্ত'?
একটা সম্পুর্ণ হৃদয়? একটা অক্ষত মাথা?
একটা আস্ত' মানুষ?
তারপর মুখ ঘুরিয়ে নেয়।
তারপর মুখ ঘুরিয়ে নেয়।
অবাক হাতের সেই খোঁচাখুঁচিতে,
ভেঙ্গে যায় আরও কিছু মানুষ।
ভেঙ্গে যাওয়া মানুষ গুলো কষ্ট দেয় খুব,
ভেঙ্গে যাওয়া মানুষ গুলো কষ্ট দেয় খুব,
একটা আদ্যন্ত গোটা জীবন ভাবতে ভুলে গেছে ওরা।
ভাঙ্গা মানুষ জোড়ার একটা কল খুঁজছি আমি,
নিদেন পক্ষে একটা আঠার টিউব।
এই মানুষদের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগত,
তাই তাড়াতাড়ি না খুঁজে পেলে
এই আধা, পৌনে, সিকি ভগ্নাংশ মানুষদের
দম বন্ধ করা ভিড় ঠেলে,
নিজের টুকরোগুলো খুঁজে পাওয়া দায় হয়ে যাবে।
নিজের টুকরোগুলো খুঁজে পাওয়া দায় হয়ে যাবে।
Wow! Darun!
ReplyDeletebyapok!
ReplyDelete