Thursday, October 29, 2015

এমনও হয়, কথোপকথন

"আমি বুঝতে পারছি, সন্দীপন।
কিন্তু আপনি কি শুনছেন আমার কথা?
নীলা আপনাকে ভালোবাসে না।"

"আমি শুনছি, ডাক্তার সোম।
বিশ্বাস করুন, আমি শুনছি!
নীলা আমাকে ভালবাসে না। আমি জানি।
ও যখন বলেছিল, আমাকে কোনো এক সমুদ্র তীরে গান গেয়ে ঘুম পাড়াতে চায়....."

"ওর নিজের স্বপ্নের কথা বলেছিল', হয়তো..... "

"হ্যাঁ! আপনি বলেছেন আমাকে!
মানুষটা বাহুল্য মাত্র।
এক্সট্রা ! উপমায় অলংকার আনে।  তার বেশি নয়।
নীলা বলেছিল', আমার সাথে হারিয়ে  যেতে চায় দূর কোনো বনানীতে
সবুজের আকাশে হারাবার আমন্ত্রণ আগেও বহুবার  পেয়েছে,
কিন্তু যেতে রাজী ছিল' শুধু আমার সাথে।
হয়ত' সেদিন রাত্রে কথায় পেয়েছিল ওকে!
আর যতবার নিজের জীবনের সব কথা উজাড় ক'রে বলেছে আমাকে,
হয়ত'
বা মাতাল ছিল একটু।
আর বলেছিল, আমি যদি পাখি হই, 
আমার ঠোঁটে ধরা পল্লব হতে চায় ও,
ভীষণ ঝড়েও  আলাদা হয় না যারা ..."

"সন্দীপন,  শুনছেন না কিন্তু আপনি কিছুই,
নীলার সাথে কথা হয়েছে আমার।
ওর বিন্দু মাত্র সন্দেহ নেই যে আপনাকে ও ভালবাসে না।
আপনি নিশ্চয় ওকে বিরক্ত করে যেতে চান না? "

"না।  না।  কখনই না।
নীলাকে আমি বিরক্ত করব, অনুসরণ করে বেড়াব'
এ কথা আমি ভাবতেও পারি না।
আমি কখনো করিনি এরকম। আর সে কথা তো আপনি জানেন।
জানেন তো, ডাক্তার সোম ?
কিন্তু, আজকাল মনে হয় যেন করেছি অনুসরণ ওকে এক সময়।
মেয়েটার বড্ড কাছাকাছি চলে গেছিলাম .....
ওর এখনকার কথা শুনে খুব লজ্জা লাগে, বিশ্বাস করুন!
নিজের কাছেই ছোট হয়ে গেছি।
কিন্তু, আমি সত্যি বুঝতে পারিনি ও আমাকে ভালবাসেনা।"

"ও যখন আমাকে বলেছিল,"আমার বাবা কে ভালোবাসতে পারবে সন্দীপন ?
"আমার বাবা বড্ড ভালবাসার কাঙ্গাল!
"বাবা কোনোদিনই তেমন ভালবাসা পায়নি, জানো!"
ও যেন কোনো প্রায়শ্চিত্ত করছিল।
কিসের প্রায়শ্চিত্ত জানি না! জানতেও চাই নি !
বলেছিল, "আমরা দুজনে ভালবাসব' বাবাকে"!
আমি তখন বুঝিনি, নীলা আমাকে ভালবাসে না।"

"ও বলেছিল, এমন ভাবে ছেড়ে চলে গেছে লোকে ওকে বার বার
ভাড়া বাড়ী মনে হয়  ওর নিজেকে!
যাকে শুধু ছেড়ে যেতেই আসে লোকে!
আসে আর চলে যায় ....
 আর্তনাদ মনে হয়েছিল ওর  শব্দগুলো!
মনে হয়েছিল, আমাকে বলছে, "যেও না! প্রমান করে দাও আমি ভুল!"
সেই  রাত -দিনগুলোতে, বুঝিনি ও আমাকে ভালোবাসেনি।
যখন  শেষ বার দেখা করার পরে আরও একবার দেখা করতে চাইতো,
দাঁড়িয়ে থাকত রাস্তার দিকে তাকিয়ে আমি চোখের বাইরে না যাওয়া অবধি,
আমার ফেলে আসা চা এর ভাঁড়ে শেষ চুমুক দিত',
চোখে দুষ্টুমির হাসি ঝিলিক দিত' তখন!
ভালো যে বাসে না, সেই সময় বুঝতে পারিনি।"

"সন্দীপন .... আবার শুরু করলেন আপনি!
আমি তো বললাম ..."

"আপনাকে আর বলতে হবে না ডাক্তার সোম!
আমি জানি, ও আমাকে ভালবাসে না।
আপনি বলেছেন আমাকে।
নীলাও বলেছে, আমাকে সে কোনো দিনই ভালবাসেনি।
প্রতিটা শব্দ মনে আছে আমার।
বলেছে , আমাকে পুরুষ বলেই মনে হয়নি ওর কোনদিন।
হয়ত আমি লিঙ্গ-বিহীন, অবয়বহীন কোনো প্রাণী ছিলাম ওর কাছে!
তাইই রয়ে যাব !

শুধু একটা কথা বলতে চাই, শুনবেন, ডাক্তার সোম?
ভালবাসা ঠিক কাকে বলে আমি এখন আর জানি না।
কারণ, যে সময় টা নীলা আমাকে বিন্দু মাত্র ভালোবাসেনি,
আমার প্রতিটা মুহুর্তে মনে হয়েছে ও যেন আমাকে সব থেকে বেশি,
সবার থেকে বেশি ভালোবেসেছে!

আর ঠিক সেই জন্যেই, আপনাকে আমার ভীষণ দরকার, ডাক্তার সোম!!"

A conversation....may be..


"Yes! I understand Sameer.
But what you need to understand, is that she does not love you."

"I know, Dr. Shom. She does not. 
I have it clear in my head now.
I can’t make the same mistake again.
I know, when she told that she wants to sing me a lullaby by the sea shore,
She was just making a conversation. 
When she told me​,I was the only one with whom,
She wanted to travel to a faraway land, 
​A​lthough, many had proposed the same, earlier. 
It must had been a light-hearted comment!
I am the one who took it seriously.
She must had been a little high, tipsy as they say,
when she shared minutest details of her life​ with me​.
When she promptly said, she wanted to be that lone branch under me, 
​As I pointed at a picture and said that bird could be me........." 
 "Sameer! You are not listening to me.
She does not love you!
I have talked to her. 
Do you want to be called a stalker?"
"No. ​Definitely not. I know I can not follow her. 
I have never, actually and you know that. 
Don't you Dr. Shom?  
However it feels now that I did. 
And I am sorry for that. Truly sorry. 
Because I was not sure she did not love me, when she asked if I could love her dad!
She felt no one​ ever​ loved h​er Dad​, except her. 
She wanted to make up for....I d​ont know what!!
But she wanted me as a partner in loving her dad. 
I was not sure then that she did not love me!​
I was not sure that she did not love me,
When she said everyone leaves her like a rental flat,
​And this repeated so many times
That she was certain she was a nom de plume for a prostitute!​ 
She cried out loud!
And it seemed she needed an activist. A personal one for herself.
No...don't laugh! She indeed....
I was not sure she didn't love me,
When I caught her sipping from the straw I left in my soft drink bottle.
I was not sure when she wanted to see me one last time after every last time....."

"Mr. Sameer....."  

"Wait! You have said it already! 
I know what you would say again...
She does not love me.​ ​
I know. 
You have told me so!
She has told me so!
She said, she never did.  
I remember every word of it.
She said, she did not even consider me a man. Ever! 
I was this sexless, perhaps faceless person. 
I will always remain that
I truly don't know ​anymore ​if I know what's love!
And I promise I would not follow her,​
But will you hear me out if I say, 
I have felt loved more than ever, all those months she did not love me​
Will you Dr. Shom? 

And probably that's why I need you...."


Tuesday, October 6, 2015

Dreams are not real

Dreams have no connection to reality.
Almost never.

In my dream this morning, you came to meet me by the river. 
We sang lalit as the sky got lit slowly...  
​It was elaborate ​...​
Unhurried, unrestrained...
​looked at you as I saw the morning star.
I was relieved.
It felt I don''t have to worry about you going away anymore.  
​I smiled in my dreams,
I somehow always knew you would stay. 
I know dreams have no connection to reality,
​When I woke up, ​my phone beeped to remind your imminent departure 

Dreams are not real. They are never.
In my dreams you reach out and hold my hand,
​When I feel scared, ​but still ​try to ​show a brave face.
When we bend forward together,
​to see the road ahead​ through darkness...
You kiss my temple. ​
In my dreams, 
You hold my uncertainty in your strong certain palms. 
Dreams are never real, because I know, 
You have not found your certainty. Not yet. 

In my dreams, you often agree to close your eyes.
You want to rest your head on my shoulder. 
Breathe deep and let me hear your breathing,
For hours...​
I know dreams are never true,
When we meet, you talk non stop!

Dreams are indeed not real.
In my dreams I swim like a swan through all the suds 
​A​nd ​often agree to suspend disbelief.
In reality I stumble too often, choke, and struggle to keep afloat.​

Dreams have nothing to do with reality.
In my dreams, you never leave my side. 
In reality, I do not meet you for years!



-- 

Who is Fumbling on Forgiveness After All?

It has been a long time since I have been musing on this topic. I wanted to write on it quite a few times but I, even I, fear being misunder...