Tuesday, October 27, 2020

আঘাত একটা প্রতিধ্বনি মাত্র~

 আমি জীবন দিয়ে দেখেছি,

কোনো দুঃখই আমার একার নয়।
প্রত্যেকবার আঘাত পাওয়া মাত্র বুঝে যাই
এই আঘাতটাও অন্য কোনো আঘাতের প্রতিধ্বনি!
আমি তাই কান পেতে অপেক্ষা করি সেই মুহূর্তটার জন্যে,
যখন আমার বিষাদ একটা জানলা হয়ে উঠবে
যে জানলা দিয়ে আমি দেখতে পাবো এমন সবকিছু,
যা আগে কখনো দেখি নি।

আমার সবথেকে বেশী হাতবদল করা স্বপ্নের আতশ-কাঁচের ভেতর দিয়ে
একবার প্রবল হাওয়ার মুখে একটা কাপাস ফুলের মাথা
খারাপ হয়ে যেতে দেখেছিলাম!
আর দেখেছিলাম ঠিক সেই ক্ষণেই সে কেমন
হাজার হাজার বীজ হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিলো!


The original:
What I know about living is the pain
is never just ours.
Every time I hurt I know
the wound is an echo, so I keep listening
for the moment when the grief
becomes a window,
when I can see what I couldn’t see before.
Through the glass of my most bartered dream
I watched a dandelion lose its mind
in the wind and when it did,
it scattered a thousand seeds.
-Andrea Gibson

No comments:

Post a Comment

Who is Fumbling on Forgiveness After All?

It has been a long time since I have been musing on this topic. I wanted to write on it quite a few times but I, even I, fear being misunder...