......................................................................................................
লুসিল ক্লিফটন
আমি যে জীবন গড়ে তুলতে পেরেছি তার
উৎসব পালন করবে না আমার সাথে?আমার তো কোনো প্রেরণা ছিল না -
ব্যাবিলনে জন্মেছিলাম
একে অশ্বেত! তার ওপর মহিলা!
আর কাকেই বা পেয়েছিলাম আমি?
তাই আমার আরও আমি হয়ে ওঠা ছাড়া
আর কোনো উপায় ছিল না।
আমি মানসচক্ষে দেখেছি
এই মাটির পৃথিবী আর তারা ভরা আকাশের মাঝের সেতুর ওপরে দাঁড়িয়ে
আমি এক হাতে শক্ত করে ধরে রেখেছি আমার অন্য হাত;
এসো, আমার সাথে উৎসব পালন করো
কারণ, যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে প্রতিনিয়ত,
সে হেরে গেছে!
..................................................................................
Won’t you celebrate with me
BY LUCILLE CLIFTON
won't you celebrate with me
what I have shaped into
a kind of life? I had no model.
born in babylon
both nonwhite and woman
what did I see to be except myself?
I made it up
here on this bridge between
starshine and clay,
my one hand holding tight
my other hand; come celebrate
with me that everyday
something has tried to kill me
and has failed.