..........................................................................................
আদরের ছোটরা, আমরা তোমাদের কোনো কাজেই লাগলাম না। তোমরা চেয়েছিলে আমাদের অত্যন্ত দামী সময় কাটুক, তোমাদের সঙ্গে খেলে। তোমরা চেয়েছিলে আমরাও আমাদের সাথে খেলতে নিই তোমাদের। তোমরা চেয়েছিলে আমরা তোমাদের মতো নিষ্পাপ হয়ে যাই।
আদরের ছোটরা, আমরাই তোমাদের বলেছিলাম জীবন আসলে একটা যুদ্ধের মাঠ, যেখানে শুধু লড়াই করে যেতে হয়।
আসলে আমরাই হাতিয়ারে শাণ দিয়ে গেছি।
আমরাই শুরু করেছি যুদ্ধ।
আমরাই রাগে আর ঘৃনায় অন্ধ হয়ে গিয়েছি!
আদরের ছোট সোনারা, আমরা মিথ্যে কথা বলেছি তোমাদের।
এ যেন এক অসম্ভব লম্বা রাত।
যেন কোন সুড়ঙ্গ।
এখান থেকে বাইরে তাকালে
শুধুমাত্র অস্পষ্ট কিছু দৃশ্য দেখা যায়।
দেখা যায় শুধু প্রবল হানাহানি আর বিলাপ।
আদরের ছোটরা,
আমরাই তোমাদের ওখানে পাঠিয়েছি।
আমাদের ক্ষমা করে দাও।
আমরা মিথ্যে বলেছি তোমাদের যে
জীবন এক যুদ্ধক্ষেত্র।
আদরের ছোটরা শোনো,
জীবন আদতে উৎসব আর সেই উৎসবের হাসি হলে তোমরা
জীবন আসলে এক চির-সবুজ গাছ
যার ডালপালার ফাঁকে ফাঁকে তোমরা পাখির মতো উড়ছো।
আর ছোটরা যেন তাকে ঘিরে থাকা অনেকগুলি চঞ্চল পায়ের পাতা।
আদরের ছোটরা, এমনটা যদি এখন নাও হয়
তোমরা মনে রেখো,
ঠিক এমনটাই হওয়া উচিৎ।
-মঙ্গলেশ ডবরাল
অনুবাদ: নয়না
Image courtesy: Google
https://news.microsoft.com/en-in/features/microsoft-india-hackathon-2017-franz-gastler-yuwa-football-jharkhand-girls
...........................................................
प्यारे बच्चो हम तुम्हारे काम नहीं आ सके । तुम चाहते थे हमारा क़ीमती
समय तुम्हारे खेलों में व्यतीत हो । तुम चाहते थे हम तुम्हें अपने खेलों
में शरीक करें । तुम चाहते थे हम तुम्हारी तरह मासूम हो जाएँ ।
प्यारे बच्चो हमने ही तुम्हें बताया था जीवन एक युद्धस्थल है जहाँ
लड़ते ही रहना होता है । हम ही थे जिन्होंने हथियार पैने किये । हमने
ही छेड़ा युद्ध हम ही थे जो क्रोध और घृणा से बौखलाए थे । प्यारे
बच्चो हमने तुमसे झूठ कहा था ।
यह एक लम्बी रात है । एक सुरंग की तरह । यहाँ से हम देख सकते
हैं बाहर का एक अस्पष्ट दृश्य । हम देखते हैं मारकाट और विलाप ।
बच्चो हमने ही तुम्हे वहाँ भेजा था । हमें माफ़ कर दो । हमने झूठ कहा
था कि जीवन एक युद्धस्थल है ।
प्यारे बच्चो जीवन एक उत्सव है जिसमें तुम हँसी की तरह फैले हो ।
जीवन एक हरा पेड़ है जिस पर तुम चिड़ियों की तरह फड़फड़ाते हो ।
जैसा कि कुछ कवियों ने कहा है जीवन एक उछलती गेंद है और
तुम उसके चारों ओर एकत्र चंचल पैरों की तरह हो ।
प्यारे बच्चो अगर ऐसा नहीं है तो होना चाहिए
No comments:
Post a Comment