Wednesday, March 17, 2021

আমি তবুও আবার উঠে দাঁড়াই

............................................................................

আমাকে  ইতিহাসের পাতায় ছোট করে দেখাতে পারো 

তোমাদের তিক্ত, বক্র মিথ্যে ব্যবহার করে  

আমাকে মথে ফেলতে পারো পায়ের তলার কাদার মতো  

কিন্তু ধুলোর মতো গা ঝেড়ে আমি আবার উঠে দাঁড়াবোই।  



আমার এই চঞ্চলতা বুঝি অস্থির করছে তোমাদের?

এমন দুঃখে ম্রিয়মান কেন?

আজকাল আমি তো এমন ভাবে হাঁটি 

যেন বসার ঘরে কয়েকটা তেলের খনি আছে আমার।  


ঠিক সূর্য আর চাঁদ ওঠার মতো 

ঠিক জোয়ার ভাঁটার নিশ্চয়তায় 

ঠিক যেমন আশার উচ্ছাস চতুর্দিকে ফেটে পড়ে 

ঠিক তেমনই নিশ্চয়তায় আমি উঠে দাঁড়াই! 


তুমি কি আমার ভেঙে পড়া  দেখতে চেয়েছিলে? 

দেখতে চেয়েছিলে আমার নীচু মাথা আর নত চোখের দৃষ্টি?

চেয়েছিলে চোখের জলের মতোই অন্তর্মনের কান্নায় 

ভেঙে পড়ুক আমার কাঁধ? 

 

আমার এই উদ্ধতভাব তোমাকে রাগিয়ে তুলছে বুঝি? 

আমি বুঝি, তোমার কী ভয়ানক কষ্ট হয় মেনে নিতে 

যখন আমি এমন করে হেসে উঠি যেন 

উঠোনে আমার সোনার খনি আছে।  


তোমরা আমাকে শব্দের তীরে বিঁধতে পারো 

চোখ দিয়ে টুকরো টুকরো করে ফেলতে পারো 

আমাকে মেরেও ফেলতে পারো ঘৃণা দিয়ে 

কিন্তু তাও, বাতাসের মতোই, উঠে আমি পড়বোই।  


আমার যৌন-আবেদন কি তোমাদের বিচলিত করে? 

তোমার কি আশ্চর্য লাগে 

যে আমি এমন ভাবে নেচে উঠি যেন 

আমার ঊরুসন্ধিতে হীরের ছড়াছড়ি? 


ইতিহাসের লজ্জার আঁতুরঘর ভেঙে

আমি উঠে দাঁড়াই 

অতীতের যন্ত্রণার শিকড় ছিন্ন করে 

আমি উঠে দাঁড়াই 

আমি অন্তহীন কালো সমুদ্র, প্লব আর বিশাল 

ফুলে, ফেঁপে - ধারণ করি প্লাবন।  


আতঙ্ক আর সন্ত্রাসের রাত্রি পেরিয়ে

আমি উঠে দাঁড়াই।  

কোনো এক স্পষ্ট, রোদ ঝলমলে ভোরে

আমি আবার উঠে দাঁড়াই।  

আমার পূর্বসূরীদের দেওয়া উপহার হাতে নিয়ে 

আমি হয়ে উঠি 

কোনো এক ক্রীতদাসের অবিনশ্বর আশা আর স্বপ্ন।  

আমি উঠি।  

আমি উঠি।  

আমি আবার উঠে দাঁড়াই।  



The Original

https://www.poetryfoundation.org/poems/46446/still-i-rise

2 comments:

  1. দারুণ অনুবাদ, ধাক্কা দিয়ে গেল!

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ শৈবালদা

      Delete

Who is Fumbling on Forgiveness After All?

It has been a long time since I have been musing on this topic. I wanted to write on it quite a few times but I, even I, fear being misunder...