Tuesday, November 10, 2015

Delirium

The other day I was reading about phantom pain.
Have you ever heard about it?
Its a pain in an organ or a limb that does not exist.
Sharp, intolerable pain.
Painkillers are required to manage it.
Some of us need low dose of electric shocks!
Anti-depressants and sleeping pills are prescribed too, says another journal.
What do these medicines actually help you forget?
That you have a pain?
Or they help you remember that you don't have the limb anymore?
You can not have the pain in a body part that does not exist!
It is gone!
Is it its last ditch attempt at being alive?
Why doesn't the pain sleep?

A friend once told me, women who undergo abortion,
Many a times remember the abortion date and every other detail attached to it.
She said, they also remember a probable date of birth of the child,
And often think how old they would have been, had they been given birth.
This is so even when they decide to undergo the abortion, themselves.
When they knew that was the right thing to do,
Given the age or the circumstances or the relationship.... or the lack of it!
They cant stop thinking about how it would have been.
My friend said, their partners often find this strange!
For they supported these women's decision to abort. Then why this mourning?
Why this relentless stream of memories, of the memories that never formed?
Is that ghost mourning then?
Why don't these memories fall asleep?

They keep me awake many a nights!
Phantom pains and ghost mourning ....
I remember things that should have been long forgotten.
Instead they fill my nights. Is it their last ditch effort to remain alive?
They don't mean anything, anymore! 
I even wonder why they meant so much to me!

Why don't they sleep?
My head can then go silent. It is never silent.
Its much alike my street in all hours of the night....
Why doesn't my street sleep?
Why doesn't it let me sleep?

Insomnia! Is that what they suffer from?







Thursday, October 29, 2015

এমনও হয়, কথোপকথন

"আমি বুঝতে পারছি, সন্দীপন।
কিন্তু আপনি কি শুনছেন আমার কথা?
নীলা আপনাকে ভালোবাসে না।"

"আমি শুনছি, ডাক্তার সোম।
বিশ্বাস করুন, আমি শুনছি!
নীলা আমাকে ভালবাসে না। আমি জানি।
ও যখন বলেছিল, আমাকে কোনো এক সমুদ্র তীরে গান গেয়ে ঘুম পাড়াতে চায়....."

"ওর নিজের স্বপ্নের কথা বলেছিল', হয়তো..... "

"হ্যাঁ! আপনি বলেছেন আমাকে!
মানুষটা বাহুল্য মাত্র।
এক্সট্রা ! উপমায় অলংকার আনে।  তার বেশি নয়।
নীলা বলেছিল', আমার সাথে হারিয়ে  যেতে চায় দূর কোনো বনানীতে
সবুজের আকাশে হারাবার আমন্ত্রণ আগেও বহুবার  পেয়েছে,
কিন্তু যেতে রাজী ছিল' শুধু আমার সাথে।
হয়ত' সেদিন রাত্রে কথায় পেয়েছিল ওকে!
আর যতবার নিজের জীবনের সব কথা উজাড় ক'রে বলেছে আমাকে,
হয়ত'
বা মাতাল ছিল একটু।
আর বলেছিল, আমি যদি পাখি হই, 
আমার ঠোঁটে ধরা পল্লব হতে চায় ও,
ভীষণ ঝড়েও  আলাদা হয় না যারা ..."

"সন্দীপন,  শুনছেন না কিন্তু আপনি কিছুই,
নীলার সাথে কথা হয়েছে আমার।
ওর বিন্দু মাত্র সন্দেহ নেই যে আপনাকে ও ভালবাসে না।
আপনি নিশ্চয় ওকে বিরক্ত করে যেতে চান না? "

"না।  না।  কখনই না।
নীলাকে আমি বিরক্ত করব, অনুসরণ করে বেড়াব'
এ কথা আমি ভাবতেও পারি না।
আমি কখনো করিনি এরকম। আর সে কথা তো আপনি জানেন।
জানেন তো, ডাক্তার সোম ?
কিন্তু, আজকাল মনে হয় যেন করেছি অনুসরণ ওকে এক সময়।
মেয়েটার বড্ড কাছাকাছি চলে গেছিলাম .....
ওর এখনকার কথা শুনে খুব লজ্জা লাগে, বিশ্বাস করুন!
নিজের কাছেই ছোট হয়ে গেছি।
কিন্তু, আমি সত্যি বুঝতে পারিনি ও আমাকে ভালবাসেনা।"

"ও যখন আমাকে বলেছিল,"আমার বাবা কে ভালোবাসতে পারবে সন্দীপন ?
"আমার বাবা বড্ড ভালবাসার কাঙ্গাল!
"বাবা কোনোদিনই তেমন ভালবাসা পায়নি, জানো!"
ও যেন কোনো প্রায়শ্চিত্ত করছিল।
কিসের প্রায়শ্চিত্ত জানি না! জানতেও চাই নি !
বলেছিল, "আমরা দুজনে ভালবাসব' বাবাকে"!
আমি তখন বুঝিনি, নীলা আমাকে ভালবাসে না।"

"ও বলেছিল, এমন ভাবে ছেড়ে চলে গেছে লোকে ওকে বার বার
ভাড়া বাড়ী মনে হয়  ওর নিজেকে!
যাকে শুধু ছেড়ে যেতেই আসে লোকে!
আসে আর চলে যায় ....
 আর্তনাদ মনে হয়েছিল ওর  শব্দগুলো!
মনে হয়েছিল, আমাকে বলছে, "যেও না! প্রমান করে দাও আমি ভুল!"
সেই  রাত -দিনগুলোতে, বুঝিনি ও আমাকে ভালোবাসেনি।
যখন  শেষ বার দেখা করার পরে আরও একবার দেখা করতে চাইতো,
দাঁড়িয়ে থাকত রাস্তার দিকে তাকিয়ে আমি চোখের বাইরে না যাওয়া অবধি,
আমার ফেলে আসা চা এর ভাঁড়ে শেষ চুমুক দিত',
চোখে দুষ্টুমির হাসি ঝিলিক দিত' তখন!
ভালো যে বাসে না, সেই সময় বুঝতে পারিনি।"

"সন্দীপন .... আবার শুরু করলেন আপনি!
আমি তো বললাম ..."

"আপনাকে আর বলতে হবে না ডাক্তার সোম!
আমি জানি, ও আমাকে ভালবাসে না।
আপনি বলেছেন আমাকে।
নীলাও বলেছে, আমাকে সে কোনো দিনই ভালবাসেনি।
প্রতিটা শব্দ মনে আছে আমার।
বলেছে , আমাকে পুরুষ বলেই মনে হয়নি ওর কোনদিন।
হয়ত আমি লিঙ্গ-বিহীন, অবয়বহীন কোনো প্রাণী ছিলাম ওর কাছে!
তাইই রয়ে যাব !

শুধু একটা কথা বলতে চাই, শুনবেন, ডাক্তার সোম?
ভালবাসা ঠিক কাকে বলে আমি এখন আর জানি না।
কারণ, যে সময় টা নীলা আমাকে বিন্দু মাত্র ভালোবাসেনি,
আমার প্রতিটা মুহুর্তে মনে হয়েছে ও যেন আমাকে সব থেকে বেশি,
সবার থেকে বেশি ভালোবেসেছে!

আর ঠিক সেই জন্যেই, আপনাকে আমার ভীষণ দরকার, ডাক্তার সোম!!"

A conversation....may be..


"Yes! I understand Sameer.
But what you need to understand, is that she does not love you."

"I know, Dr. Shom. She does not. 
I have it clear in my head now.
I can’t make the same mistake again.
I know, when she told that she wants to sing me a lullaby by the sea shore,
She was just making a conversation. 
When she told me​,I was the only one with whom,
She wanted to travel to a faraway land, 
​A​lthough, many had proposed the same, earlier. 
It must had been a light-hearted comment!
I am the one who took it seriously.
She must had been a little high, tipsy as they say,
when she shared minutest details of her life​ with me​.
When she promptly said, she wanted to be that lone branch under me, 
​As I pointed at a picture and said that bird could be me........." 
 "Sameer! You are not listening to me.
She does not love you!
I have talked to her. 
Do you want to be called a stalker?"
"No. ​Definitely not. I know I can not follow her. 
I have never, actually and you know that. 
Don't you Dr. Shom?  
However it feels now that I did. 
And I am sorry for that. Truly sorry. 
Because I was not sure she did not love me, when she asked if I could love her dad!
She felt no one​ ever​ loved h​er Dad​, except her. 
She wanted to make up for....I d​ont know what!!
But she wanted me as a partner in loving her dad. 
I was not sure then that she did not love me!​
I was not sure that she did not love me,
When she said everyone leaves her like a rental flat,
​And this repeated so many times
That she was certain she was a nom de plume for a prostitute!​ 
She cried out loud!
And it seemed she needed an activist. A personal one for herself.
No...don't laugh! She indeed....
I was not sure she didn't love me,
When I caught her sipping from the straw I left in my soft drink bottle.
I was not sure when she wanted to see me one last time after every last time....."

"Mr. Sameer....."  

"Wait! You have said it already! 
I know what you would say again...
She does not love me.​ ​
I know. 
You have told me so!
She has told me so!
She said, she never did.  
I remember every word of it.
She said, she did not even consider me a man. Ever! 
I was this sexless, perhaps faceless person. 
I will always remain that
I truly don't know ​anymore ​if I know what's love!
And I promise I would not follow her,​
But will you hear me out if I say, 
I have felt loved more than ever, all those months she did not love me​
Will you Dr. Shom? 

And probably that's why I need you...."


Tuesday, October 6, 2015

Dreams are not real

Dreams have no connection to reality.
Almost never.

In my dream this morning, you came to meet me by the river. 
We sang lalit as the sky got lit slowly...  
​It was elaborate ​...​
Unhurried, unrestrained...
​looked at you as I saw the morning star.
I was relieved.
It felt I don''t have to worry about you going away anymore.  
​I smiled in my dreams,
I somehow always knew you would stay. 
I know dreams have no connection to reality,
​When I woke up, ​my phone beeped to remind your imminent departure 

Dreams are not real. They are never.
In my dreams you reach out and hold my hand,
​When I feel scared, ​but still ​try to ​show a brave face.
When we bend forward together,
​to see the road ahead​ through darkness...
You kiss my temple. ​
In my dreams, 
You hold my uncertainty in your strong certain palms. 
Dreams are never real, because I know, 
You have not found your certainty. Not yet. 

In my dreams, you often agree to close your eyes.
You want to rest your head on my shoulder. 
Breathe deep and let me hear your breathing,
For hours...​
I know dreams are never true,
When we meet, you talk non stop!

Dreams are indeed not real.
In my dreams I swim like a swan through all the suds 
​A​nd ​often agree to suspend disbelief.
In reality I stumble too often, choke, and struggle to keep afloat.​

Dreams have nothing to do with reality.
In my dreams, you never leave my side. 
In reality, I do not meet you for years!



-- 

Monday, September 28, 2015

ডিল!

কখনো কখনো দশমীর আগেই বিসর্জন হয়ে যায়।  
কোনো কোনো পুজো ভালো যাবে না ঠিক করেই আসে,  
দেবীর ঘোটক এ আগমন, দোলায় গমন।  
অনেক সময় চূড়ায়  পৌঁছবার ঠিক আগের মুহুর্তে পা পিছলায় অভিযাত্রীর 
যা ছিল প্রায় হাতের মুঠোয় এক নিমেষে সরে যায় কয়েক শ' ফুট 
চোখের দেখা আর হাতের ছোঁয়ার মধ্যে আসল ব্যবধান লক্ষ যোজন।  
বিয়ের রজত জয়ন্তী পালনের আহ্লাদ এ জল ঢেলে, 
সাড়ে চব্বিশ এই  মজুমদার গিন্নি চলে যান অনেক দূরে।  
কখনো কখনো বিসর্জন, দশমীর অপেক্ষা করে না।  

পাহাড়, খালি মাঠ আর ঘরের উঠোন, তখন অপেক্ষা করে 
আরেক অভিযাত্রীর, আরেক দূর্গার, অন্য দুটো ছোট্ট পায়ের 
ওরা জানে জীবন চলে।  
তুমি ছেড়ে দিলে হাল অন্য কেও ধরে। 
তোমার পুজোর ঢাকের কাঠি হারিয়ে গেলেও,
অন্য শহরে বাজনা বাজে। সে বাজনা শুনতে জানতে হয়।  

জীবন বলে, যৌথ রজত জয়ন্তী না হোক,
শুরু থেকে গুনতে শুরু করা ই বা মন্দ কি? 
কুড়িয়ে পাওয়া পঁচিশটা  বছর ছোট নাতনির সঙ্গে,
কি বা এমন মন্দ ডিল?

Saturday, September 5, 2015

কাজ করিনি আমি

এই বার ভেবেছি কাজ করব'
হাতুড়ি ঠুকবো নেহাই এ
আগুন এ ফু দেব',
জ্বালাবো আগুন, দ্বিগুন
আর চিমটে বানাবো হামিদ এর
কাঁটা বাজাব' সারাটা পথ।

এই বার ভেবেছি কাজ করব'
চাকা ঘোরাবো, থামবো না কিছুতেই
বানাবো খুসরোর কলসি
জল আনব' কিন্তু
তৃষ্ণার খবর টুকুও আর রাখব না।

 বার বুনবো বাসন্তী চোলা
কালো কম্বল, বানাবো জুতো।
কখনো তো বুনিনি কোনো চাদর,
বানাই নি চিমটে,
ধান বুনি নি কখন', কাটি ও নি।
জীবন কেটে গেল',
আমি কাজ করিনি কখনো, এখন ও
কোনো দিন।

এক বার করতে চাই কাজের মত কাজ।

Saturday, August 29, 2015

A story of a few trees

By the time I met you, there were very few things left to share.
At the end of a long and arduous journey,
When even one's own body weight seems too much to carry,
Much like that ant pulling a long twig towards its corner, with its last bit of strength,
By then, I had to shed off all my hair to keep going.
When I met you, I hardly had anything to give, any more.
There was nothing more of me, than the last bits of me.
When you met me by the Bodhi tree,
You were looking for your roots.
And I, for my stem.
You wanted to go back to basics.
I wanted to make sure I still exist.
You wanted to bury yourself, so that, no one notices you.
You wanted to go deeper,
But the flying birds always caught your fancy! 
They always did. Somehow...
Birds that dropped seeds near your roots.
And as they perched on your branches, 

You got distracted. Briefly 'though.
You could not stop thinking about these birds,
Could not help asking about where they were headed,
You even contemplated a flight with them. 
Or asking them to stay a while. Only a while.
In a brief moment of what you would call, weakness, you wanted to share. 

But, thought it was better not to share it all, anyway.
You quickly regained (your) purpose and focused on the roots again.

You looked for water. 
You spread your roots and reached the sky with your branches.
You looked for a river and some rain (or was it the birds that you were looking for) 
at the same time,
Such was your thirst, you could not focus on one of them. 

When I met you, I was not looking for sharing any more.
I did not have anything left to share.
I just wanted to stand up straight once again.
I wanted to believe I could do that.
Instead I started walking.
I started following you.
Limping, stumbling often, but walking all the same.
I wanted to follow your roots, go deeper with you.
It seemed I would find some water there too.
I was supposed to look for my stem but I walked all the same.

In the light and shadow of a warm evening, I followed you.
With a hand on my stomach. 
Because, it hurt.
With a finger on my lips. 
For, the words were about to slip out.
With gaze fixed on the ground. My eyes burned.

When we met, we had nothing but a place to share.
A location. Some geographical coordinates. Some history.
And some minutes that could be counted on our entwined finger tips.
Those were cut shorter by a moratorium. 
The city was big and the baggage we carried was bigger!
These did not allow us to run faster.
But even if we did, 
Could we have ran past the pre-decided finishing line?

What I understood as now.
What I thought of as constant.
What I knew as true.
What I wanted to be forever,
Changed in an instant.
It now requires me to begin again.

As I stand here groping for my stem,
I try to believe with all my might, 
I can remain here. 
Standing.


Thursday, July 30, 2015

ভেঙ্গে যাওয়া মানুষ

ভেঙ্গে যাওয়া মানুষ গুলো ভোগায় খুব 
খুঁড়িয়ে হাঁটে এমন, যে চোখে লাগে।  
বলি, "চল' না, দেখি খুঁজে পাই কি না কোনো ডাক্তার !
হাঁটতে হবে অনেকটা, জানি আমি খুব কাছাকাছি তো কিছুই নেই ,
কিন্তু হয়ত কাজ হবে!" 
খুঁড়িয়ে চলা মানুষগুলো ভোগায় খুব 
ওরা  হেঁটে চলার আর কোনো কারণ খুঁজে পায় না।  

ভেঙ্গে যাওয়া মানুষ গুলোর জীবনে এক দল লোক থাকে 
যাদের বুঝিয়ে ব'লতে ইচ্ছে করে,
"একদম ভেঙ্গে গেছে মানুষটা, 
কাজ শেষ আপনার, সত্যি ব'লছি
আর দরকার নেই আঘাত পাবার, আঘাত দেবার
ঘুমোন এবার, রাত হলো।  ওকেও ঘুমোতে দিন।"
ভেঙ্গে যাওয়া মানুষগুলো জ্বালায় খুব,
ওরা জেগে থাকে সারা রাত।  

ভেঙ্গে যাওয়া মানুষগুলো ভেঙ্গে চলে দিন রাত। 
ভয় করে ওদের, অক্ষত একটা পৃথিবী দেখতে 
হাতের লাঠিটা দিয়ে খুঁচিয়ে দেখে, সত্যিই কি আস্ত'?
একটা সম্পুর্ণ হৃদয়? একটা অক্ষত মাথা? 
একটা আস্ত' মানুষ? 
তারপর মুখ ঘুরিয়ে নেয়।  
অবাক হাতের সেই খোঁচাখুঁচিতে,
 ভেঙ্গে যায় আরও কিছু মানুষ।  
ভেঙ্গে যাওয়া মানুষ গুলো কষ্ট দেয় খুব,
একটা আদ্যন্ত গোটা জীবন ভাবতে ভুলে গেছে ওরা।  

ভাঙ্গা মানুষ জোড়ার একটা কল খুঁজছি আমি, 
নিদেন পক্ষে একটা আঠার টিউব।
এই মানুষদের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগত, 
তাই তাড়াতাড়ি না খুঁজে পেলে  
এই আধা, পৌনে, সিকি ভগ্নাংশ মানুষদের 
দম বন্ধ করা ভিড় ঠেলে, 
নিজের টুকরোগুলো খুঁজে পাওয়া দায় হয়ে যাবে

Wednesday, July 1, 2015

The long and short of ten years

Ten years is a really long time ...
It is really a long time to understand
That he does not really love you
Not anymore.
Probably, he never did. 

Ten years is enough time to know
that you have a lone bed,
Although two people occupy it
And your days are empty
Although you are often asked about him.
Its a really a long time to finally know
you don't have a hand to support you,
When you are in pain.

Ten years is a long time to know that
He would not be there when you really need him.
To celebrate a joy,
To share a pain,
To just sit there and say nothing.
It is long to not to be able to notice that 
He comes back when he wants
He talks when he wants
He responds when he wants.
It is too long to not to notice the lack of consistency.
Too long to expect he would understand, surely, one day,
That it is you, only you who he loves.

But then...
Ten years is a really short time to stop loving.
To not to trust love.
To not to believe in human ability to cure.
To forget those eyes.
To convince yourself to not to hear, read or know him. 
Or not to wait for him. Ever.
It is really too short.

Ten years are only ten times around the sun.
The earth has done it a million times.

Sunday, June 28, 2015

সেই ছেলেটা

এই ছেলেটা আছিস কোথায়  
সাগর পারে? নদীর ধারে?
পাহাড় চুড়োয়? না কি চুলোয়! 
যা ছিরি তোর্! উড়নচন্ডী!! 

বাসের সাথে ঝগড়া করলি? 
হাঁটলি বুঝি কয়েক মাইল? 
বৃষ্টি নেমে ভেজাল' তোকে? 
আর কি করবি! যা তবে সুন্ডি! 

তুই হলি গে কাজের মানুষ? 
আপিস ঘরে বন্ধ হলি?
ভিজবি কবে? দিন গেলো যে!
টানলি নিজেই নিষেধ গন্ডি! 

কাজের পাহাড় ঢাকলো তোকে?
কাগজ বনে দিনেই আঁধার? 
পাহাড়ি বৃষ্টি খুঁজছে তোকে 

বুধোর ঘাড়ে উদোর্ পিন্ডি! 

Wednesday, June 3, 2015

তোমার ভিখারী আমি

তোমাকে দেখলেই আমার ভিক্ষু অবতার
চাহিদা র শেষ নেই তখন
চিরুনি, লাল ফিতে আর ঘুঙুর দেওয়া আয়নার সাথে,
চেয়ে বসি উড়ে বেড়াবার আকাশ,
শ্বাস নিতে পারার বাতাস আর তৃষ্ণার জল ও।

ভিক্ষা পাত্র বেরিয়ে আসে ঝুলি থেকে, তোমাকে দেখলেই।
গুটি গুটি বেরিয়ে আসে পূর্নিমার রাত,
উঁকি দেয় সমুদ্রের গান 
আর একটা ঝিলে ঘেরা শহরে হয়ে আসে ভোর,
লাল সূর্য ছোঁয় ঘন নীল জল .....  
এদের সবারই দাবী সেই ই ছিল প্রথম চাহিদা
তারই দাবী রয়ে যাবে অনন্ত কাল,
সময় এর সীমানা পার ক'রে।

তোমাকে দেখলেই আমি বৌদ্ধ ভিক্ষু
বাড়ি আর ভালো লাগে না তখন।  
আমি তখন সঙ্গমিত্তা, অশোক পুত্রী
রাজ কন্যা, ভিখারিনী, পর্যটক 
চলে যাই পাটালিপুত্র থেকে মাথাগাল
এক সমুদ্র জল তুচ্ছ করে, 
কিন্ত রয়ে যাই সেই ভিক্ষুণী।  

তোমাকে কাছে পেলেই আমার ইচ্ছে হয়ে ওঠে তীব্র 
আমাকে দিয়ে দু হাত পাতায় তা'রা -
আমি তোমাকে বলি, "সেই দুটো তারাকে এনে দেবে?
ঘসে মেজে চক চকে করে তুলতে পারি আমি তাদের,
সত্যি বলছি! পারি আমি
দিনের আকাশে তুমি ও তখন দেখতে পাবে তিনটে তারা!"

একটা সেই মাঝারি মাপের, চিরকালীন .......
অন্য দুটোর শেষ নেই , শুরু ও না।

Friday, April 24, 2015

শান্তি পূর্ণ সহাবস্থান

আমার পকেট এ অতীত ও বর্তমান এর শান্তি পূর্ণ সহাবস্থান।  
দুজনে, নিজের নিজের কোটরে নিশ্চিন্তে বসে থাকে, 
কাটায় দিন, রাত্রি, সপ্তাহ, মাস।  
মাঝের পর্দা, ছবি, টাকার কাগজ এর আড়াল সরিয়ে,
পাশাপাশি চলে আসতেও দেখেছি কখনো কখনো।
গোলমাল বাধে না তবু।
অবস্থান নিয়ে বিরোধ নেই কোনো।
অতীত, অতীত থাকে, বর্তমান বর্তমান।

 মাস কাটে, বছর ঘোরে, শীত বদলে হয় বর্ষা
হঠাত বেরিয়ে আসে একদিন হাজার ভিজে কাগজের সাথে ওরা।
খাবার এর রসিদ, কুরিয়ার এর কাগজ, ধোপার বিল
আরও হাজার খুঁটি-নাটির সাথে সোজা চলে আসে টেবিল এ।
তখন অবাক হয়ে দেখি,
রং-ঢং, হাব -ভাব, আচার-ব্যবহার,  দুজনার ই হুবহু এক।
ভাবি, এমনটা ই কি ছিল?
নাকি এ শত সপ্তাহের শান্তি পূর্ণ সহাবস্থান এর খেসারত ?

Monday, March 23, 2015

শুধু আজকের সন্ধে টা

শুধু আজ সন্ধেটা হাত ধরতে দিও 
অন্য মনে থেক', অন্য দিকে তাকিয়ে থেক'
ভান কোরো, যেন বোঝো নি, 
আঙুলে আঙুল ছুঁতে দিও, যেন হঠাত! 
যেন ইচ্ছা নয় তবু! কিন্তু ধরতে দিও হাত।  

শুধু আজ সন্ধেটা রুপকথার জাল বুনতে দিও 
আমি এখন নিশ্চিত জানি রুপকথা সত্যি হয় না।  
তুমি জানো, "হয় না, হবে না, হতে পারে না!"
আমি জানি তোমার জানা দিয়ে।  দৈব বাণীর মত অমোঘ সে জানা।  
এমন বকুল ঝরা বসন্তের ঘোর লাগা সন্ধ্যেতেও তাই ভুল হয় না।   

তবু শুনতে দিও  রুপকথা, 
সত্যি করতে দিও ইছামতি নদী মনের গভীরে।  
ইচ্ছের মতই ইছামতি নদী চোরা স্রোতে বয়
আঁকা বাঁকা, চুলের কাঁটার মতো, 
লুকিয়ে পড়ে রঙ্গন গাছের ঝোপের পেছনে,
শুধু তোমার চোখের আড়াল টুকু চেয়ে ......
তবু বয়।  

যে স্বপ্ন দেখেছি আমি তোমার চোখে তার নাম  নেই কোনো,
সেই স্বপ্ন বোনার ভার তোমার কাঁধ আজ আর নিতে পারবে না  
তোমার নোয়ানো কাঁধ আহত করে আমার পাঁজর, 
পাঁজরের পিঞ্জরে বদ্ধ প্রাণ ব্যথা পায়.....
আমি তখন হাত রাখি আমার হাতে। 
অগুণতি রাতে।

শুধু আজ সন্ধেটা তোমার হাত ধরতে দাও ....

Wednesday, March 11, 2015

On nights like these...

On nights like these, I want to be just completely silent.
Most of the words around me seem so pointless 
Unnecessary almost.
I even want to tell the sound of my breathing 
shhh....shhhhh.....shhhhh.....


On nights like these

I spot the big dipper when I look up.
Invariably. It just has to be there!
It never fails to appear right above my head,
Just when I go through these unending questions, 
in my mind.
I shuffle though them, turn one page after another
Only to find another big deeper, drawn in bold.






On nights like these
I stretch my hands far ...
In the far east and the far west of my life. 
I want to touch that butterfly of Teman Negara,
 with one hand
I want to fill my heart with its colors.
And I want to touch 
The last sunset of the year in Granada, with the other
All, in the same night.




On nights like these
When the half-eaten moon, finally decides to show up,
I avert my eyes but I admit to it that life goes on.
It goes on beyond horizons and nests held in eyes.
It goes beyond crimson sunsets that still transpire in your heart.
It goes on, although it looks like that moth-eaten moon on some nights.
And although I often look for that hand on loan, 
And I feel around for it in my sleep,
Deep inside I let it go, a fraction of an inch at a time.
I now know, 
Lone hands on tentative loan, can not walk the whole nine yards. 
Bit by bit....I let go of that hand.

And I let go of my shore, 
The only shore I have ever known.
On nights like these...




Who is Fumbling on Forgiveness After All?

It has been a long time since I have been musing on this topic. I wanted to write on it quite a few times but I, even I, fear being misunder...